WHAT’S HOT NOW

Theme images by kelvinjay. Powered by Blogger.

Social bar 300×250

" });

atOptions = { 'key' : '612f3b1264875bfbdbdf089400bd2210', 'form

atOptions = { 'key' : '612f3b1264875bfbdbdf089400bd2210', 'form

  • ()
" });

Banner 300×250

Social bar

" });

Banner 300×250

" });

প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের বহর হবে ছোট ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট

প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের বহর হবে ছোট


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে যাবেন। যাদের কাজ আছে শুধু তাদের একটি ছোট বহর নিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন প্রধান উপদেষ্টা। 

সোমবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তৌহিদ হোসেন বলেন, মোটামুটি একটা ছোট প্রতিনিধি দল যাবে। আমরা বিশাল প্রতিনিধি দল নিয়ে যাবো না। তিনি যত কম সময়ে ওখানে কাজ শেষ করতে পারবেন সেই চেষ্টা করবেন। যাওয়া-আসার সময় মিলিয়ে এক সপ্তাহের বেশি না।

প্রতিনিধি দলে কারা থাকছেন এবং সংখ্যাটা কত– জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, চূড়ান্ত সংখ্যাটা আজ আমি বলতে পারবো না। এটা এখনও চূড়ান্ত হয়নি। তবে একটা ছোট প্রতিনিধি দল যাবে, খুব বড় না। একেবারে ফাংশনাল, যাদের প্রয়োজন আছে। সাধারণত যাদের কাজ আছে, শুধু তারাই যাবেন। ডেলিগেশন ছোট হবে, খুব বড় হবে না।

বিস্তারিত পড়ুন