WHAT’S HOT NOW

Theme images by kelvinjay. Powered by Blogger.

Social bar 300×250

" });

atOptions = { 'key' : '612f3b1264875bfbdbdf089400bd2210', 'form

atOptions = { 'key' : '612f3b1264875bfbdbdf089400bd2210', 'form

  • ()
" });

Banner 300×250

Social bar

" });

Banner 300×250

" });

স্বপ্নের নায়ককে ছাড়া ২৮ বছর

 

স্বপ্নের নায়ককে ছাড়া ২৮ বছর




()

মৃত্যুর প্রায় দুই দশক পর পিবিআই নিশ্চিত করে, সালমান শাহ আত্মহত্যা করেন। যদিও তার পরিবারের দাবি, সালমান আত্মহত্যা করেননি, খুন হয়েছেন! সালমানের মৃত্যু নিয়ে দীর্ঘ এই রহস্য এখনো চলমান!

তবে এটি ঠিক, মৃত্যুর এত বছর পরেও সালমান শাহর তারকাখ্যাতি সমুজ্জ্বল। তার পরবর্তীকালে যারা চলচ্চিত্রে নায়ক হওয়ার জন্য এসেছেন প্রায় প্রত্যেকেই বলেছেন, তাদের অনুপ্রেরণার প্রধান উৎস সালমান।

প্রতি বছরের মতো এবারও সালমান শাহর প্রয়াণ দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে স্মৃতিচারণ করছেন শোবিজ অঙ্গনের সহকর্মীরা। নানা উপায়ে প্রিয় নায়কের মৃত্যুদিনটি স্মরণ করছেন ভক্ত অনুরাগীরাও।

()

সালমান শাহর পারিবারিক নাম শহীদ চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। সালমান ছিলেন পরিবারের বড় ছেলে। মাত্র সাড়ে পাঁচ বছরের চলচ্চিত্রজীবনে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করা সালমান শাহ ঢাকাই সিনেমার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন।

১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে সিনেমাজগতে পা রাখেন সালমান শাহ। প্রথম ছবিই তাকে ঢালিউডের প্রথম শ্রেণির নায়ক করে তোলে। ক্রমশ অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন তিনি।

প্রথম ছবির পর থেকে সালমানের ক্যারিয়ারে একের পর এক যোগ হতে থাকে সাফল্যের পালক। প্রথম ছবিতে মৌসুমীর সঙ্গে জুটি বেঁধেছিলেন। পরে শাবনূরের সঙ্গে সফল জুটি গড়ে ওঠে সালমানের। এসব জুটির একেকটি ছবি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক হিসেবে আছে।

এ ছাড়া তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শাবনাজ, শাহনাজ, লিমা, শিল্পী, শ্যামা, সোনিয়া, বৃষ্টি, সাবরিনা ও কাঞ্চি। শেষ ছবিটি পর্যন্ত সমানতালে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছিলেন সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের সাফল্যের রাজপুত্র হিসেবেও সালমানকে অভিহিত করা হয়।

বিস্তারিত পড়ুন 

Linkin Park Unveils New Lineup With Emily Armstrong as Co-Vocalist

 

Linkin Park Unveils New Lineup With Emily Armstrong as Co-Vocalist


Linkin Park has officially announced their brand new lineup and their first piece of new music in seven years.

The band’s original remaining members — Mike Shinoda, Brad Delson, Phoenix and Joe Hahn — introduced Dead Sara frontwoman Emily Armstrong as their co-vocalist and Colin Brittain as Rob Bourdon’s replacement as their new drummer. Ushering in this new era of Linkin Park is their upcoming album From Zero, which is described by Shinoda as a callback to their band’s first name, Xero. “This album title refers to both this humble beginning and the journey we’re currently undertaking,” he said. “Sonically and emotionally, it is about past, present, and future—embracing our signature sound, but new and full of life. It was made with a deep appreciation for our new and longtime bandmates, our friends, our family, and our fans. We are proud of what LINKIN PARK has become over the years, and excited about the journey ahead.”

Ad1

The band quietly began regrouping in the recent years but had no plans “trying to restart the band” following the death of frontman Chester Bennington. Their natural chemistry led them to spending time in the studio with friends, and they “found a special kinship with Armstong and Brittain,” marking the beginning of their new album. “The more we worked with Emily and Colin, the more we enjoyed their world-class talents, their company, and the things we created. We feel really empowered with this new lineup and the vibrant and energized new music we’ve made together. We’re weaving together the sonic touchpoints we’ve been known for and still exploring new ones,” Shinoda added.

Stream Linkin Park’s “The Emptiness Machine” on Spotify and Apple Music.

More details 

Atlanta rapper Rich Homie Quan dies

 

Atlanta rapper Rich Homie Quan dies


#newstop

Rich Homie Quan performing in Atlanta, Georgia in April 2023


Ad1


Tributes have poured in for US rapper Rich Homie Quan, after his death was confirmed by authorities on Thursday.

The artist, who was in his early 30s, passed away in Atlanta, Georgia, Fulton County Medical Examiner said.

The cause of his death is not known, with local medical authorities saying an autopsy is scheduled for Friday.

Rich Homie Quan, whose legal name was Dequantes Devontay Lamar, was one of Atlanta's best known modern rappers.

He became a huge name in the rap scene in the mid 2010, finding mainstream success with the 2013 hit Type of Way, which he followed up with the popular Flex (Ooh, Ooh, Ooh) in 2015.

He was nominated for multiple BET and BET Hip Hop Awards, such as best new artist and the people's champ award.

He also collaborated with several big names in the industry, including 2 Chainz, Young Thug, Gucci Mane and Trinidad James.

Born in October 1989, Rich Homie Quan was the oldest of three siblings, and was raised in a single-parent home, according to Atlanta gig venue, Masquerade. He originally dreamt of becoming a baseball player, but eventually turned to music.


Ad2


He spoke frankly about his early life in various interviews, and spent 15 months in jail in 2011 for his involvement in a series of burglaries.

Once out of jail, he threw himself into his music and went on to become a huge name in the rap scene in the mid 2010s.

Since his death was announced, tributes have poured in for the artist from across the rap world.

Singer Jacquees was one of the first to pay his respects. “Rest in Peace my brother Rich Homie Quan", he said on X. "I love you for Life," he added, calling the rapper a "legend" in a subsequent post.

2 Chainz posted a tribute on Instagram, saying: "Dam lil brother, we just spoke about shooting a video, special prayer for you and your family, and pray for any and everybody that’s dealing with something my condolences bru".

Rapper Quavo also posted on Instagram, writing above an image of himself, Rich Homie Quan, and several other artists: "May God be with us, never saw this being apart of our journey".

Engineer Alex Tumay, who worked Rich Homie Quan over the years, said the artist was "[o]ne of the nicest people I ever worked with and a true artist. Absolutely crushing news. RIP".

See this video

ভিসা ফি ছাড়াই বাংলাদেশিরা যেভাবে পাকিস্তানে যাতায়াত করতে পারবে

 

ভিসা ফি ছাড়াই বাংলাদেশিরা যেভাবে পাকিস্তানে যাতায়াত করতে পারবে


বাংলাদেশের নাগরিকরা ভিসা ফি ছাড়াই পাকিস্তানে যেতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ।

()

তিনি বলেছেন, দুই সপ্তাহ আগে পাকিস্তান নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে। এর আওতায় বাংলাদেশসহ ১২৬টি দেশের নাগরিকরা ভিসা ফি ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবেন।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সঙ্গে সৌজন্য সাক্ষাতে হাইকমিশনার এ কথা বলেন।

()

পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাক্ষাতে দুই দেশের মধ্যে বন্যা পুনর্বাসন, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ভিসা সহজিকরণ, সরাসরি ফ্লাইট চালু, কৃষি গবেষণায় সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বিস্তারিত পড়ুন 

বিএনপি নেতাকে গুলি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল তরুণ

 

বিএনপি নেতাকে গুলি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল তরুণ


রাজশাহীর বাগমারায় বিএনপির এক নেতাকে গুলি করতে গিয়ে জনতার হাতে এক তরুণ ধরা পড়েছেন। তাঁর নাম লিটন হোসেন (২২)।

( )

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার তেলিপুকুর গাঙ্গোপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ওই বিএনপি নেতা বাদী হয়ে থানায় অস্ত্র আইনে মামলা করেছেন।

অভিযুক্ত লিটন উপজেলার ভবানীগঞ্জের পাহাড়পুর গ্রামের ডি এম ফজলুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে মাড়িয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রহমানকে মুঠোফোনে হুমকি দেন লিটন। পরে তেলিপুকুর গাঙ্গোপাড়া মোড়ে তাঁদের দেখা হয়। এলাকায় ফজলুরের নিয়ন্ত্রণে থাকা একটি দিঘি ছেড়ে দেওয়ার জন্য বলেন লিটন। একপর্যায়ে কোমর থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করে তাঁর দিকে তাক করেন লিটন। এ সময় ফজলুর তাঁকে জাপটে ধরেন। বাজারের লোকজন অস্ত্রসহ লিটনকে আটক করে র‍্যাবের হাতে তুলে দেয়।

রাতে লিটনকে বাগমারা থানায় সোপর্দ করা হয়। পরে হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে বিএনপি নেতার করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

( )

বিএনপি নেতা ফজলুর রহমানের দাবি, তাঁর জমিসহ এলাকার বেশ কয়েকজন কৃষকের জমি ইজারা নিয়ে দাপট দেখিয়ে দিঘি খনন করা হয়েছে। তবে ইজারার টাকা পরিশোধ করা হয়নি। তাই জমির মালিকেরা মিলে দিঘিটি নিয়ন্ত্রণে নিয়ে মাছ চাষ করছেন। ওই দিঘির দখল নিতে তাঁকে গুলি করে হত্যা করতে এসেছিলেন 

এবার বিস্তারিত 

পানির দরে বিক্রি হচ্ছে ইলিশ!

 

পানির দরে বিক্রি হচ্ছে ইলিশ!



অনেকটা পানির দরে চাঁদপুর লঞ্চঘাটে  নৌকায় মেঘনা নদীতে ভেসে ভেসে বছরের পর বছর জেলেরা লঞ্চ যাত্রীদের কাছে ইলিশ বিক্রি করছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নৌপথে চাঁদপুর লঞ্চঘাট হয়ে যাতায়াতকারী যাত্রীরা শখের বসে এসব ইলিশ বেশি কিনছেন। এক্ষেত্রে যাত্রীরা মূলত ইলিশের বাড়ি চাঁদপুর খ্যাত স্থানে এসে ইলিশ কিনছেন মনে এই ভাবনাটাতেই যেন বেশি মনোযোগ দিচ্ছেন।


( )

শনিবার (৩১ আগস্ট) সকালে চাঁদপুর লঞ্চঘাটে ভাসমান নৌকায় জেলেদের ইলিশ বেচা-বিক্রিতে ক্রেতাদের সঙ্গে হাঁকডাকে সরগরম দেখা যায়।

সরজমিনে দেখা যায়, চাঁদপুরের বড়স্টেশন মাছঘাটসহ আড়তগুলোতে যেখানে ৯শ গ্রামের একটি ইলিশের দাম ১৫শ টাকা বা তার চেয়েও বেশি। সেখানে চাঁদপুর লঞ্চঘাটে নৌকায় করে ভাসমান ইলিশ বিক্রেতাদের থেকে ৯শ গ্রাম বা ১ কেজি ওজনের চারটি ইলিশ ওই একই দামে বা তার চেয়ে সামান্য বেশি দিলেই কেনা যাচ্ছে। এমনকি ৩শ গ্রামের ৭-৮টি ইলিশের দাম ১ হাজার হতে ১৫শ টাকা মাত্র। আর এই সস্তা দামেই সয়লাব সোশ্যাল মিডিয়া ফেসবুকও।

স্থানীয়রা জানান, নৌকায় বসে ইলিশ বিক্রি করা চাঁদপুর লঞ্চঘাটের অধিকাংশ জেলেই শহরের বেদে পল্লির। এরা ৪-৫ জনে নৌকা কিনে এই ইলিশ ব্যবসা চালাচ্ছে বছরের পর বছর। কোনো কোনো জেলে বাপ দাদার ব্যবসা হিসেবে এই পেশায় পড়ে রয়েছেন। তারা মূলত পার্টনারশিপে ব্যবসা করলেও দিনপ্রতি বেচাকেনার ওপর হাজিরা হিসেবেই নৌকায় করে ইলিশ বিক্রি করছেন।





মো. সৈকত, মো. আরিফ হোসেন, মো. লিটন, মো. মহসীনসহ আরও কয়েকজন নৌকায় ইলিশ বিক্রি করা জেলের দাবি, তারা চেষ্টা করেন ভালো ইলিশটা বিক্রি করতে। এখন ইলিশের দাম আড়তে বেশি হওয়ায় কখনো কখনো নদী থেকে সরাসরি জেলেদের থেকে তারা ইলিশ কিনে এনে বিক্রি করেন। তারা চেষ্টা করেন সীমিত লাভ করে ইলিশের স্বাদ যাতে সবাই সস্তা দামে নিতে পারে সেদিকে খেয়াল রেখে বিক্রি করতে। এসময় পচা-গলা ইলিশ বিক্রি ও চাঁদপুরের বাইরের ইলিশ এখানে বিক্রি হয় না বলেও তারা জানিয়েছেন।

লঞ্চযোগে ঢাকায় যাবেন মো. আমির। তিনি বলেন, আমি ৯শ থেকে ১ কেজি ওজনের ৮টি ইলিশ কিনলাম মাত্র ৩ হাজার টাকায়। কম দামে তাও আবার চাঁদপুরের ইলিশ এটা ভেবেই মনে আমার খুবই আনন্দ লাগছে।

মো. তাজবির হোসেন নামের আরেক ঢাকাগামী যাত্রী বলেন, আমি দেড় কেজি বা তার চাইতে বেশি ওজনের ৪টি ইলিশ কিনলাম ২৮০০ টাকায়। এখানে পানির দরে চাঁদপুরের ইলিশ পেয়ে মনে শান্তি লাগছে। আমি এই প্রথম চাঁদপুরের ইলিশ কিনে ঢাকায় নিয়ে যাচ্ছি। এতে মানসিক একটা তৃপ্তি কাজ করছে।

অন্যান্য ক্রেতারা বলেন, প্যাকেটিং নিয়ে সমস্যা এবং কিছুটা নরম জেনেও চাঁদপুরের ইলিশের লোভ সামলাতে না পেরেই লঞ্চঘাট হতে নৌকায় বসে বিক্রি করা জেলেদের থেকে এসব ইলিশ কিনছি। এতে সময় বাঁচে এবং দামেও কিছুটা স্বস্তি পাওয়া যায়। আমরা মূলত চোখের সামনে পড়ায় শৌখিন ইলিশ ক্রেতা

এ বিষয়ে চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, আড়তগুলোতে বরফ গলা ইলিশ ও পচা ইলিশগুলো মণ হিসেবে কম দামে কিনে বেদে জেলেরা নৌকায় করে লঞ্চঘাটে নতুন করে বরফ দিয়ে শক্ত করে বিক্রির অভিযোগ পুরানো। এমনকি পদ্মা মেঘনার রূপালী ইলিশ বলে বিক্রি করা এসব ইলিশ অধিকাংশই চাঁদপুরের স্থানীয় পদ্মা মেঘনা নদীর নয় এমন অভিযোগও রয়েছে। অনেকে ইলিশ কিনে ঢাকাসহ বাসায় গিয়ে ব্যাগ খুলে ইলিশ কাটতে গিয়ে দেখে সব পচা ও নষ্ট ইলিশ। তাই রোদে পুড়ে নৌকায় দীর্ঘসময় বসে থেকে জেলেরা যাতে চাঁদপুরের রূপালী ইলিশের সুনাম নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখে পচনশীল ইলিশ বিক্রির অভিযোগ থেকে বেরিয়ে এসে ব্যবসা করে চাঁদপুরের রূপালী ইলিশের সুনাম অক্ষুণ্ন রাখে তাদের প্রতি সে অনুরোধ জানাচ্ছি।

এদিকে বৃষ্টি বা ঝড় তুফান না হলে প্রায় প্রতিদিনই সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চাঁদপুর লঞ্চঘাট হয়ে যাতায়াতকালে নৌকায় ভেসে ভেসে জেলেদের এই ইলিশ বিক্রির দৃশ্য দেখা যাবে।

বিস্তারিত পড়ুন 

প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের বহর হবে ছোট ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট

প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের বহর হবে ছোট


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে যাবেন। যাদের কাজ আছে শুধু তাদের একটি ছোট বহর নিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন প্রধান উপদেষ্টা। 

সোমবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তৌহিদ হোসেন বলেন, মোটামুটি একটা ছোট প্রতিনিধি দল যাবে। আমরা বিশাল প্রতিনিধি দল নিয়ে যাবো না। তিনি যত কম সময়ে ওখানে কাজ শেষ করতে পারবেন সেই চেষ্টা করবেন। যাওয়া-আসার সময় মিলিয়ে এক সপ্তাহের বেশি না।

প্রতিনিধি দলে কারা থাকছেন এবং সংখ্যাটা কত– জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, চূড়ান্ত সংখ্যাটা আজ আমি বলতে পারবো না। এটা এখনও চূড়ান্ত হয়নি। তবে একটা ছোট প্রতিনিধি দল যাবে, খুব বড় না। একেবারে ফাংশনাল, যাদের প্রয়োজন আছে। সাধারণত যাদের কাজ আছে, শুধু তারাই যাবেন। ডেলিগেশন ছোট হবে, খুব বড় হবে না।

বিস্তারিত পড়ুন